Wednesday, October 21, 2009

সাংসদ তাপসের গাড়িতে বোমা হামলা

ঢাকা, অক্টোবর ২১ - আওয়ামী লীগের সাংসদ শেখ ফজলে নূর তাপসের গাড়িতে বুধবার রাতে বোমা হামলা হয়েছে। বঙ্গবন্ধু পরিবারের সদস্য তাপস এ ঘটনায় সামান্য আহত হয়েছেন। রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাতদের নিক্ষিপ্ত বোমায় তার গাড়ির পেছনের দিকের কাঁচ ভেঙে যায়।ঢাকা ১২ আসনের সাংসদ তাপস তার মতিঝিলের কার্যালয় থেকে বাসায় ফেরার সময়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মী ও পথচারীসহ কয়েকজন আহত হয়েছেন বলে আমাদের মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রতিবেদক জানিয়েছেন। তাপসের সহকারি ওয়াহিদুল আলম আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাপসসহ তারা গাড়িতে ওঠার পরপরই পেছনে একটি বিস্ফোরণ হয়। এতে গাড়ির পেছনের পুরো কাঁচ ভেঙে যায়।আরিফ বলেন, এই বিস্ফোরণের সঙ্গে সঙ্গে তারা সোজা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় চলে যান।ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট নূর আলম উজ্জ্বল বলেন, বিস্ফোরণে ভেঙে যাওয়া কাঁচের টুকরায় তাপস কিছুটা আহত হন।গাড়ির সামনের কাঁচও ফেটে যায় বলে তিনি জানান।

তাপস বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মণির ছেলে। তিনি বঙ্গবন্ধু হত্যা মামলার প্যানেল আইনজীবী। ঘটনায় আহত সাতজনকে এ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের বেশিরভাগই আওয়ামী লীগের কর্মী-সমর্থক। তারা তাপসের গাড়ির পাশেই ছিলেন।

আহতরা হলেন আব্দুল হালিম (৩৫), কামাল হায়দার (৪০), তাকিম গাজী (৩৫), আরমান হক (২৮), মোঃ রিপন (২৭), মাসুদ আল মামুন (৪০) ও সালাউদ্দিন পান্না (৫২)।

এদিকে এ ঘটনার প্রতিবাদে রাতে তাপসের নির্বাচনী এলাকার অংশ কলাবাগানে বিশাল মিছিল বের হয়। এছাড়া ঢাকা বিশ্ববিদালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ।

0 comments:

Post a Comment

 

Free Blog Templates

Powered By Blogger

Easy Blog Trick

Powered By Blogger

Blog Tutorial

Powered By Blogger

© HEAD NEWS BD Copyright by NEWS BANGLADESH | Template by Blogger Templates